Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৮

ঠাকুরগাঁও: অসুস্থ স্বামীকে মেরে ফেলার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইয়ুব আলী (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলায়।

অভিযোগে জানা যায়, দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও খলিফাপাড়া গ্রামের আজিজুর হকের ছেলে আইয়ুব আলী (৩৩) পাশ্ববর্তী আর্দশ গুচ্ছ গ্রামের কাঁচামাল ব্যবসায়ী রহিমউদ্দীনের বাড়িতে কৃষি জমি আবাদের বিষয় নিয়ে প্রায় যাতায়াত করতো। এরই সুযোগে রহিমউদ্দীনের স্ত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন আইয়ুব আলী।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত ২২ জানুয়ারি ঘটনাটি জানাজানি হলে আইয়ুব আলী পরিবারটিকে একের পর এক ভয়ভীতি দেখাচ্ছে।

ভুক্তভোগী নারী জানান, বিষয়টি নিয়ে চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেওয়ার পরেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

অভিযুক্ত আইয়ুব আলী বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রহিমউদ্দিন এবং তার বউয়ের সঙ্গে মাঝে মধ্যে ফোনে কথা হতো ব্যবসায়িক বিষয় নিয়ে। আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হচ্ছে।’

দেবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, আমার কাছে ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছিলেন। আমি তাদের থানায় যেতে বলেছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, অসুস্থ স্বামীকে মেরে ফেলার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

গৃহবধূকে ধর্ষণ ঠাকুরগাঁও ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর