Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যক্রমের বই, সপ্তাহে ছুটি ২দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৩

ঢাকা: পাইলট প্রকল্পের অংশ হিসেবে নতুন পাঠ্যক্রমে ৬২ স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। সেইসঙ্গে নতুন পাঠ্যক্রম অনুসারে এ সকল শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন করে ছুটি পাবে। পরবর্তীতে ২০২৩ সালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি বাস্তবায়ন করা হবে। ২০২৪ সালে নবম ও দশম শ্রেণিতে থাকবে না কোনো বিভাগ বিভাজনও।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলামের বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নতুন একটি পাঠ্যক্রম তৈরি করেছি, এতে অনেক ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে। পাইলটিংয়ের মাধ্যমে আমরা সেই জায়গাগুলো চিহ্নিত করব। এরপর এ বছরের মধ্যে পাঠ্যসূচিটি চূড়ান্ত করে ২০২৩ সালে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিমার্জিত পাঠ্যক্রমে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে।’

এরপর ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে এবং ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০২৩ সালে থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন করে ছুটি দেওয়া হবে। এতে করে তাদের টানা পড়াশোনার চাপ কমবে।’

২০২৪ সালের বিভাগ বিভাজন বন্ধ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ আর থাকছে না। এর বদলে উচ্চ মাধ্যমিকে গিয়ে তারা পছন্দের বিভাগে পড়বে।’ তিনি বলেন, ‘নবম-দশম শ্রেণিতে সব বিষয়ে পড়তে পারলে একাদশ শ্রেণিতে গিয়ে তারা তাদের পছন্দের বিষয়ে পড়ার গুরুত্ব বুঝতে পারবে।’

বিজ্ঞাপন

নতুন পাঠ্যক্রমের লক্ষ্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘ফলাফল নির্ভর পড়াশোনা নয়, বরং সত্যিকারের জ্ঞান অর্জনই নতুন কারিকুলামের লক্ষ্য। একইসঙ্গে শিক্ষার্থীরা যেন মানবিকতা ও মূল্যবোধের জায়গায় শিক্ষিত হয় পাঠ্যসূচিটি সেভাবে সাজানো হয়েছে।’

কেবল শিক্ষক আর শিক্ষার্থী নয়, নতুন পাঠ্যক্রমে অভিভাবকদেরও অংশগ্রহণ থাকবে বলে জানান তিনি।

সারাবাংলা/টিএস/পিটিএম

৬ষ্ঠ শ্রেণি নতুন কারিকুলাম শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর