Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পুলিশ পরিচয়ে টাকা আদায়কালে প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪১

জয়পুরহাট: এক রোগীর শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয় দিয়ে টাকা আদায়কালে উত্তম কুমার ঘোষ নামে এক ভুয়া পুলিশ পরিদর্শককে (এসআই) আটক করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। আটক উত্তম কুমার ঘোষ জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধুপাড়া মহল্লার মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।

বিজ্ঞাপন

ওসি আলমগীর জাহান জানান, উত্তম কুমার ঘোষ দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের এসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। রোগী শরীফুল ইসলামসহ তার স্বজনরা ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। পথে শহরের পাঁচুর মোড়ে উত্তম কুমার ঘোষ নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে রোগী শরীফুল ইসলামের শরীরে মাদক আছে বলে তার কাছে টাকা দাবি করেন।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া এসআইকে আটক করা হয়।

সারাবাংলা/এমও

জয়পুরহাট টাকা আদায় প্রতারক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর