Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৭

কক্সবাজার: এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ আজমীর আলী নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের নাইট্যংপাড়া ট্রাক টার্মিনালসংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া ট্রাক টার্মিনালসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেয়। এসময় ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, কাভার্ড ভ্যান এবং ইয়াবা পাচারকারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমও

ইয়াবা কোস্টগার্ড টেকনাফ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর