Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেট বিমানে পূর্ণ ইউক্রেন সীমান্তের নিকটবর্তী রুশ ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩২

ছবি: এনডিটিভি

ইউক্রেন সীমান্তের কাছে নিজেদের ঘাঁটিটি জেট বিমানে পূর্ণ করেছে রাশিয়া। নতুন স্যাটেলাইট ম্যাক্সার থেকে পাঠানো হাই-রেজোলিউশনের ছবিতে এ চিত্র ধরা পড়েছে। যদিও ইউক্রেন সীমান্ত থেকে অতিরিক্ত সৈন্য প্রত্যাহারের কথা দাবি করে আসছে রাশিয়া। খবর এনডিটিভি।

ইউক্রেন সীমান্তের কাছাকাছি পাঁচটি স্থানের এই হাই-রেজোলিউশনের ছবিগুলো গত কয়েকদিন ধরে তোলা হয়েছে। এসব ছবিতে দেখা যায়, রাশিয়া তার কিছু সামরিক সরঞ্জাম ইউক্রেনের কাছে কৌশলগত অবস্থানে নিয়ে গেছে। অন্যান্য সামরিক সরঞ্জামগুলোও ওই অঞ্চলে পৌঁছেছে।

বিজ্ঞাপন
ছবি: এনডিটিভি

ছবি: এনডিটিভি

ম্যাক্সারের নতুন স্যাটেলাইটের ছবিগুলোতে আরও দেখা গেছে, বেলারুশ, ক্রিমিয়া এবং রাশিয়ার পশ্চিম অঞ্চল সীমান্তের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিজেদের কর্মকাণ্ড বাড়িয়েছে রুশ সেনাবাহিনী। আর এ ঘটনায় রাশিয়া কর্তৃক ইউক্রেনে আক্রমণের আশঙ্কাকে বৃদ্ধি করেছে।

ছবি: এনডিটিভি

ছবি: এনডিটিভি

প্রতিবেশী রাষ্ট্রকে আক্রামণ করার কথা অস্বীকার করেছে রাশিয়া। তবে ইউক্রেন যে কখনই ন্যাটোতে যোগদান করবে না তার গ্যারান্টি চায় মস্কো। পাশাপাশি পূর্ব ইউরোপ থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের সেনাবাহিনী অপসারণ করারও দাবি করা হয়েছে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে পশ্চিমা দেশগুলো।

এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল নিজেদের দখল নেয় রাশিয়া। এ কাজে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে মস্কো।

সারাবাংলা/এনএস

ইউক্রেন জেট বিমান রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর