রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৬
কক্সবাজার: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করেছে এপিবিএন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ১৬ আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) অধিনায়ক মো. তরিকুল ইসলাম জানান, ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ২২নং রোহিঙ্গা ক্যাম্পের (উনচিপ্রাং) এর সি ব্লক এলাকা থেকে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফ ২২নং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/০৪, ঘর-২১৫ এর মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃ শফিক প্রঃ হাফেজ শফিক (২৬), ব্লক-ডি/৪, ঘর-৭৪৭ এর মো: কালা মিয়ার ছেলে আমান উল্ল্যাহ (২৬) ও একই ক্যাম্পের ব্লক-বি/১, ঘর-৪৮ এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ(৫১)। এরা সবাই রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন এপিবিএন।
এ সময় তাদের হেফাজতে থাকা ১টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন তারিকুল ইসলাম।
সারাবাংলা/এএম