Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভে ইসরাইলি পুলিশের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩২

বিক্ষোভে অংশ নেওয়া এক নারীকে টেনে নিয়ে যাচ্ছে ইসরাইলি পুলিশ, ছবি: আলজাজিরা

অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের দ্বারা অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে অনুষ্ঠিত ফিলিস্তিনিদের বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। এতে করে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। খবর আলজাজিরা।

গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অধিকৃত পশ্চিম তীরের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

জেরুজালেমে একটি রাস্তার ওপরে পাটি বিছিয়ে প্রার্থনা করেছিল কয়েকজন ফিলিস্তিনি পুরুষ। পরে তাদের সঙ্গে শত শত অ্যাক্টিভিস্টও বিক্ষোভ অনুষ্ঠানে যোগ দেয়।

সংবাদ সংস্থা এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, ইসরায়েলি সীমান্ত পুলিশ ঘোড়ার পিঠে চড়ে ঘটনাস্থলে আসে। এরপর রাস্তা ছেড়ে দেওয়ার বিক্ষোভকারীদের নির্দেশ দেন তারা। কিন্তু আন্দোলনকারীরা সেই আদেশ অস্বীকার করলে হামলা চালায় পুলিশ।

এ ঘটনাকে ইসরাইলি পুলিশ ‘দাঙ্গা’ হিসাবে বর্ণনা করে বলেছেন, ‘বিক্ষোভকারীরা পুলিশের নির্দেশ মানেননি।’

এএফপি’র একজন ফটোগ্রাফার দুইজন ফিলিস্তিকে আটক করতে দেখেছেন। তবে পুলিশ জানিয়েছে, কাউকে গ্রেফতার করার তথ্য পাওয়া যায়নি।

মূলত অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি নিয়ন্ত্রণের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন শেখ জারাহ। ১৯৬৭ সালে জর্ডানের সঙ্গে ছয় দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল, যা বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা স্বীকৃত নয়। পূর্ব জেরুজালেমে দুই লাখেরও বেশি ইসরায়েলি বাস করে। অনেক ফিলিস্তিনি এটিকে নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে থাকে।

বিজ্ঞাপন

গত বছর থেকে শেখ জারাহ এলাকায় এ বিষয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর দ্বারা বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের সম্মুখীন হলে ওই উত্তেজনা দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করেই গত বছরের মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল।

সারাবাংলা/এনএস

ইসরাইল ইসরাইলি পুলিশের হামলা ইহুদি বসতি স্থাপন টপ নিউজ ফিলিস্তিনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর