Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও ব্রিটেনকেই ঘর ভাবেন প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১৩

রাজপরিবারের সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়ে সস্ত্রীক মার্কিন মুল্লুকে বসবাস করলেও; এখনও ব্রিটেনকেই নিজের ঘর ভাবেন প্রিন্স হ্যারি। তাই, তিনি যখন ব্রিটেনে আসবেন তখন পুলিশি নিরাপত্তা পেতে পারেন। আদালতে এ সংক্রান্ত এক শুনানিতে হ্যারির আইনজীবী এসব কথা বলেন।

এর আগে, ব্রিটেন ভ্রমণের সময় প্রিন্স হ্যারি পুলিশি নিরাপত্তা পাবেন না, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় নিজ খরচায় পুলিশি নিরাপত্তা রাখার দাবি তুলেছিলেন হ্যারি। তাতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ব্যাপারটি আদালতে গড়ায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এ ব্যাপারে প্রথম শুনানি অনুষ্ঠিত হয়।

প্রিন্স হ্যারির আইনজীবী ব্যারিস্টার শাহিদ ফাতিমা আদালতে বলেন, এই মামলার কিছু অংশ গোপন রাখা ভালো। তাতে ব্রিটেনের সঙ্গে হ্যারির বন্ধন আরও দৃঢ় হবে। সরকারপক্ষের আইনজীবী প্রিন্স হ্যারির এসব আবদারকে অমূলক হিসেবে বর্ণনা করে আদালতে বক্তব্য দেন।

সারাবাংলা/একেএম

প্রিন্স হ্যারি

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর