Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরাণীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৭

প্রতীকী ছবি

ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মশিউর রহমান মাদ্রাজ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার সময় ওই ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় মশিউরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, সন্ধ্যায় রাজেন্দ্রপুরে মহাসড়কে চলন্ত মোটরসাইকেলটিকে পাশ থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে মশিউর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুপাতো ভাই মো. জসিম জানান, মৃত মশিউর শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের মো. মাকসুদ মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী দনিয়া এলাকায় থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে মশিউর ছিলেন সবার ছোট। ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন তিনি।

জসিম বলেন, দুপুরে মশিউরসহ কয়েকজন মিলে কয়েকটি মোটরসাইকেল নিয়ে একসঙ্গে কেরাণীগঞ্জ হাসনাবাদে এক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে আমরা সবাই আরেকটি অনুষ্ঠানে চলে যাই। মশিউর নিজের মোটরসাইকেল নিয়ে একাই বাসায় ফিরছিল। কিছুক্ষণ পরই মশিউরের দুর্ঘটনার খবর শুনতে পাই আমরা।

এদিকে, দুর্ঘটনার পরপরই রাজেন্দ্রপুরের দুর্ঘটনাস্থলে যানজট দেখা দেয়। ওসি আফজাল হোসেন বলেন, পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। চালককেও আটক করা হয়। নিহত মশিউরের মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/টিআর

টপ নিউজ ড্রাম ট্রাকের ধাক্কা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর