Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূকে ৬ টুকরো করে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:২২

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জগন্নাথপুরে শাহনাজ পারভীন জ্যোৎস্না (৩৪) নামের এক গৃহবধূর ৬ টুকরো করে হত্যা মামলার প্রধান আসামি জিতেশ গোপকে গ্রেফতার করেছে সিআইডি।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ বছর ধরে ঘাতক জিতেশ গোপ জগন্নাথপুর বাজারে ওষুধের দোকান দিয়ে ব্যবসা করছেন। কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবন্ধ অভি মেডিকেল হল থেকে এক গৃহবধূর ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই ঘাতক জিতেশ গোপ জগন্নাথপুর থেকে পরিবার নিয়ে পালিয়ে যান। পরে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ঢাকা গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এক নারীকে ৬ টুকরো করে হত্যা করার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/এমও

৬ টুকরো করে হত্যা গ্রেফতার প্রধান আসামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর