Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৬

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহিন আলী নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। নিহত চালক উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর গ্রামের তাসিক উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনাকষা বাজারের ঈদগাহ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহিন আলী ভটভটিযোগে রহনপুর যাওয়ার পথে মনাকষা বাজার ঈদগাহ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি চালক শাহিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহামেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর