Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুগন্ধায় অবৈধভাবে বালু উত্তোলনে ৫ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৩

বরিশাল: সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫ জনকে ২ লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসনের আরডিসি মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

আরডিসি মো. বশির গাজী বলেন, ‘সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতো একটি অসাধু চক্র। এতে নদীর পাড় ভেঙে যায়। অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ড্রেজার ও বলগেট মালিক আব্দুল কাইউম, মো. কামাল, মো. এরশাদ, মো. আউয়াল ও মো. ইব্রামিকে মোট ২ লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়।’

সারাবাংলা/এমও

অবৈধভাবে বালু উত্তোলন জরিমানা বালু উত্তোলন সুগন্ধা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর