Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ফসলের মাঠে গুলিবিদ্ধ ৪, আ. লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৭

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ফসলের মাঠের কাজের সময় দুর্বৃত্তের হামলায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০) মারা গেছেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে চরপাড়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সিদ্দিক চাঁদগ্রামের ওম্বর মণ্ডলের ছেলে।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, চরপাড়ায় মাঠে কাজ করছিলেন সিদ্দিক। এ সময় হঠাৎ করে দুর্বৃত্তরা এসে সিদ্দিকসহ চারজনকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহত সিদ্দিকের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

কুষ্টিয়া দুর্বৃত্তের হামলা হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর