Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৩

বরিশাল: বরিশালে সি‌লিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রুবেল গাজী (৩৬) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পু‌লিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর কাউনিয়া থানাধীন আলমাদানি সড়কের ভাড়া বাসা থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর ভোলানাথ গ্রামের বাসিন্দা আবুল গাজির ছেলে। তিনি দুই সন্তানের জনক।

নিহতের স্বজনদের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঘরে কেউ না থাকার সু‌যো‌গে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন রুবেল। বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজান মোল্লা বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে। পারিবারিক কলহের কারণেই রুবেল আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এএম

বরিশাল রাজমিস্ত্রীর লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর