কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৫
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৫
কুমিল্লা: বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের তুঁতবাগান এলাকা ট্রাকের ধাক্কায় পাঁচ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, কুমিল্লামুখী অটোরিকশাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নিহতরা সবাই পুরুষ। তাদের লাশ থানায় আনা হয়েছে।’ তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
সারাবাংলা/এএম