নেত্রকোনায় অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩১
১৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩১
নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তরুণটির বয়স আনুমানিক ২০ বছর।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চড়বহুলী গ্রামে পল্লী চিকিৎসক ওয়াহেদ আলীর বাড়ি সংলগ্ন আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানতে কাজ করছে পুলিশ।
সারাবাংলা/টিআর