চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৫
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে অস্ত্র মামলায় এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে মিলন সিংহ (৪২)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩১ জানুয়ারি র্যাবের একটি দল বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ৭টি পিস্তুল, ১৪টি ম্যাগজিন ও ৪৭ রাউন্ড গুলিসহ এক ভারতীয় নাগরিককে আটক করে। এ ঘটনায় এসআই মো. গোলাম সারোয়ার বাদী হয়ে মিলন সিংহকে আসামী করে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এসআই মাহমুদুল হাসান তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক মিলন সিংহকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল ওয়াদুদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমান আরা।
সারাবাংলা/এমও