Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে নারীদের গোপন ভিডিও ধারণ করতেন ফাহাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৯

ঢাকা: চাকরির জন্য স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে গোপনে নারীদের ভিডিও ধারণ করার অভিযোগে আল ফাহাদ নামের ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশান থানার নর্দ্দা এলাকা থেকে ফাহাদকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ক্যামেরা, দুটি লেন্স, একটি মুঠোফোন, ছয়টি সিমকার্ড, একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ও ৪০৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘চাকরির জন্য স্বাস্থ্য পরীক্ষার নামে অনলাইনে গোপনে নারীদের ভিডিও ধারণ করতেন আল ফাহাদ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন। গত দেড় বছরে এভাবে শতাধিক নারীকে জিম্মি করে টাকা আদায় করেছেন তিনি।’

‘অনলাইনে প্রতারণার শিকার কয়েক নারী সম্প্রতি র‍্যাবের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে র‍্যাব তদন্ত শুরু করে’— বলেন আল মঈন।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সাইটে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সংস্থায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের আকৃষ্ট করতেন ফাহাদ। আগ্রহী নারীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিবন্ধন ফি নিতেন। করোনাকালে ভিডিও কলে চাকরির জন্য নারীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল পরীক্ষা) নেওয়ার নামে কৌশলে তাদের গোপন ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা আদায় করতেন।’

বিজ্ঞাপন

আল মঈন আরও বলেন, ‘আল ফাহাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়। তিনি তার বাবার সঙ্গে নারায়ণগঞ্জ রেলস্টেশনের পাশে ছোট একটি দোকানে ফল বিক্রি করতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভুয়া আইডি ব্যবহার করতেন। ফাহাদ অ্যাপসের মাধ্যমে নিজের কণ্ঠ পরিবর্তন করে নিজেই চিকিৎসক সেজে ভার্চুয়াল স্বাস্থ্য পরীক্ষা করানোর নামে নারীদের গোপন ভিডিও ধারণ করতেন। এভাবে তিনি শতাধিক নারীকে ব্ল্যাকমেল করেছেন।’

সারাবাংলা/এজেড/পিটিএম

অনলাইন টপ নিউজ ধারণ নারীদের গোপন ভিডিও ফাহাদ