Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: কলেজছাত্রী দীপ্তির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৭

ফাইল ছবি

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা এক মামলায় দিনাজপুরের পার্বতীপুরের কলেজছাত্রী দীপ্তি রাণী দাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও আইনজীবী মো. আসাদুজ্জামান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহিনুজ্জামান।

এর আগে, ২০২০ সালের ২৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের মামলায় দিপ্তী রাণী দাস (১৭) নামের এক কলেজছাত্রীকে গ্রেফতার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। পরের দিন ২৯ অক্টোবর সকালে গ্রেফতারকৃত দিপ্তী দাসকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়।

জানা গেছে, পার্বতীপুর উপজেলা শহরের মোজাফ্ফর নগর মহল্লার অধিবাসী হার্ডওয়্যার ব্যবসায়ী দিলীপ কুমার দাস ও অনিকা দাসের কন্যা কলেজ ছাত্রী দিপ্তী দাস ফেসবুকে ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে অভিযোগ তুলে পার্বতীপুর শহরে বিক্ষোভ মিছিল করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পার্বতীপুর মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) মীর শহিদুল ইসলাম বাদী হয়ে ২০২০ সালের ২৮ অক্টোবর পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এর ২৫/২৮/৩১ ধারা যুক্ত করা হয়।

এরপর ২৫ নভেম্বর দীপ্তি রাণীকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই সময় সংস্থাটি এক বিবৃতিতে দীপ্তি রাণীর মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি পদক্ষেপ চেয়েছে। এছাড়া অ্যামনেস্টি দীপ্তি, তার পরিবার এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িক ও রাজনৈতিকভাবে প্রভাবিত সহিংসতা থেকে রক্ষার জন্যও সরকারের প্রতি আহ্বান জানায়।

বিজ্ঞাপন

বিচারিক আদালতের জামিন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন দীপ্তি রানী দাস। ওই জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত তাকে জামিন দেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

কলেজছাত্রী জামিন ধর্মীয় অনুভূতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর