Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচরের পথে আরও ১৯০৪ রোহিঙ্গা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৪

চট্টগ্রাম: ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে আরও ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গা শরণার্থী। চট্টগ্রাম নৌ বাহিনীর জেটি ঘাট থেকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫২ মিনিট থেকে পর্যায়ক্রমে ৮টি জাহাজে এসব রোহিঙ্গা বহরের যাত্রা শুরু হয়।

নৌ গোয়েন্দা বিভাগের চট্টগ্রাম অফিস সূত্র জানায়, নৌবাহিনীর আটটি জাহাজ মোট ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছে। আট জাহাজের দু’টিতে রোহিঙ্গাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং ছয়টিতে মানুষ পরিবহন করা হচ্ছে।

বিজ্ঞাপন

নৌ বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক সকাল ৯টা ৫২ মিনিটে প্রথম জাহাজকে বিদায় জানানোর মধ্য দিয়ে এ পর্বের প্রত্যাবাসন কার্যক্রম উদ্বোধন করেন। রোহিঙ্গাবাহী জাহাজগুলো দুপুর নাগাদ ভাসানচর পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

টেকনাফ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে পুলিশি পাহারায় প্রথম পর্বে ১৯ বাসে উখিয়া কলেজ মাঠ থেকে সামবার সন্ধ্যায়ও আসেন ট্রানজিট পয়েন্টে। এগারো দফায় দুপুর ও বিকেলে এক হাজার ৯০৪ রোহিঙ্গা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হন। এর আগে বিভিন্ন ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় উখিয়া কলেজ মাঠে আসেন তারা।

কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছানোর পর তাদের পতেঙ্গা শাহীন কলেজ মাঠে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। সকাল থেকে পর্যায়ক্রমে ও শৃঙ্খলার সঙ্গে তাদের জাহাজে তুলে দেওয়া হয়।

সারাবাংলা/এমও

টপ নিউজ নৌ বাহিনী ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর