Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বই মেলায় বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

সারাবাংলা ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৩

ঢাকা: অমর একুশে বইমেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিকাশ পেমেন্টে থাকছে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মেলা চলাকালীন একজন গ্রাহক ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পাশাপাশি, মেলায় প্রতিদিন সবচেয়ে বেশি বিকাশ পেমেন্টকারী ১০ জন ক্রেতা পাবেন বাড়তি ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন গ্রাহক। প্রকাশক ও বিক্রেতাদের দেওয়া ছাড়ের পাশাপাশি বিকাশ পেমেন্টে পাওয়া এই ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাঠকদের আরো বেশি বই কেনার সুযোগ করে দেবে।

বিজ্ঞাপন

অফারগুলোর বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/book_fair_2022 – এই লিংকে।

এদিকে যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, চাইলে তারাও মেলা প্রাঙ্গনে বিকাশের বুথ থেকে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খুলে বিকাশ পেমেন্টে বই কিনতে পারবেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে খরচবিহীন তাৎক্ষণিক অ্যাকাউন্ট খুলে বিকাশের সব সেবাসহ বইমেলার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধাও গ্রহণ করতে পারবেন তারা।

এছাড়া মেলার পাঠক-লেখক-ক্রেতা-দর্শনার্থীদের বিশ্রামের জন্য বিকাশের সৌজন্যে এবারও থাকবে বসার ব্যবস্থা। যারা হেঁটে মেলা ঘুরতে পারবেন না তাদের জন্য গতবারের মতো থাকছে হুইল চেয়ারের ব্যবস্থাও।

পাশাপাশি গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলা উপলক্ষ্যে বই সংগ্রহের এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করবে বিকাশ। মেলায় বিকাশের সৌজন্যে স্থাপিত ৫টি ‘বই প্রদান বুথ’-এ এসে নতুন বা পুরাতন বই প্রদান করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন পাঠক-দর্শনার্থীরা।

বিজ্ঞাপন

এবারও মেলা উপলক্ষ্যে বিভাগীয় শহর থেকে বই সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে বিকাশ। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ এলাকার বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে বই দিয়ে আসতে পারেন। এছাড়াও সুপারশপেও (মীনা বাজার, আগোরা) থাকছে বই সংগ্রহের বুথ।

সারাবাংলা/এমও

ক্যাশব্যাক বই মেলা বিকাশ পেমেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর