Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের আভিযানে ১৯১ ভরি সোনা উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৪

অভিযুক্ত করম আলী, ছবি; সারাবাংলা

কক্সবাজার: জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে করম আলী নামের এক সোনা চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ১৯১ ভরি ওজনের স্বর্ণালংকার উদ্ধার করে র‌্যাব-১৫ সদস্যরা। যার আনুমানিক মূল্য এক কোটি ২৬ লাখ ৯ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম এসব তথ্য জানান। কক্সবাজার র‍্যাব-১৫ এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
উদ্ধারকৃত সোনা, ছবি: সারাবাংলা

উদ্ধারকৃত সোনা, ছবি: সারাবাংলা

এ বিষয়ে খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্ত এলাকা উখিয়ার পালংখালী দিয়ে স্বর্ণ পাচার করছে। পরে অভিযান পরিচালনা করে এই স্বর্ণ চোরাচালানকারীকে আটক করা হয়।

এ সময় তার দেহ তল্লাশি করে ৬টি স্বর্ণের বার, ৪টি নেকলেস,৩৩টি গলার চেইন, ১৭টি চুড়ি, ৩৫জোড়া কানের দুল, ১৫টি লকেট, ১২টি নাকফুল, ১৬টি আংটিসহ ১৯১ ভরী স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

কক্সবাজার র‍্যাব সোনা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর