Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়বে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০৪

ঢাকা: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে বিনিয়োগের নতুন জায়গা ও সুযোগ চিহ্নিত করবে দুই দেশের সরকার।

অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ মন্ত্রী ড্যান তেহানের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমানের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ড্যান তেহানের সঙ্গে তার সংসদীয় কার্যালয়ে হাইকমিশনার সুফিউর রহমানের এই বৈঠকে তারা দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্বের সম্ভাবনায় খাতগুলো তুলে ধরেন।

কীভাবে দুই দেশ প্রধান বাণিজ্যিক অংশীদার হতে পারে, সে বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় দুজনেই নিজেদের দেশের সম্ভাবনাময় বাণিজ্যিক খাতগুলো তুলে ধরেন। এরপর দুই দেশের মধ্যে আগামী ২২ ফেব্রুয়ারি বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়ে আলোচনা করা হয়।

এসময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দফতরের দক্ষিণ এশিয়া বিভাগের প্রথম সহকারী সচিব গ্যারি কাওয়ান এবং মন্ত্রীর উপদেষ্টা লাচলান স্মিথও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/টিআর

ড্যান তেহান বাণিজ্য সম্পর্ক বাংলাদেশ হাইকমিশনার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সুফিউর রহমান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর