Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লোকাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:২৬

কুয়াকাটা (পটুয়াখালী): জেলার কলাপাড়া উপজেলায় টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান তালুকদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

বালিয়াতলী এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর সংযোগ সড়কে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোবাহান তালুকদার উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মৃত মোশারেফ তালুকদারের ছেলে। আর আহতরা হলেন- শাকিল (৩০) ও ইমন হোসেন (২০)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে বালিয়াতলী এলাকা থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টমটমটি উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সোবহানের গায়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেলের ওই দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, লাশ ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওই টমটম ও মোটরসাইকেলটিকে জব্দ করা হয়েছ।

সারাবাংলা/এনএস

টমটম ও মোটরসাইকেল দুর্ঘটনা পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর