Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে মিক্সার মেশিন গাড়ির ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শিক্ষা ভবনের সামনে রাস্তায় সিমেন্টের মিক্সার মেশিন গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক খাদেমুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

গতকাল বুধবার (১৬ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে শাহবাগ থানা পুলিশ মুমূর্ষ অবস্থায় খাদেমুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে শিক্ষা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় সিমেন্টের মিক্সার মেশিন গাড়িটি ওই মোটনসাইকেলটিকে চাপা দেয়। এতে খাদেমুল ইসলাম পড়ে গেলে ওই গাড়ির চাকার নিচে তার মাথা পৃষ্ট হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই গাড়িটি জব্দ ও তার চালককে আটক করা হয়েছে। নিহতের সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার নাম ও পরিচয় জানা গেছে। তার বাবার নাম নুরুল ইসলাম। বাড়ি মুন্সীগঞ্জ। মিরপুর শাহআলীতে থাকতেন তিনি। পেশায় ব্যবসায়ী।

এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই কামাল উদ্দিন।

সারাবাংলা/এসএসআর/এনএস

মিক্সার মেশিন গাড়ির ধাক্কা যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর