Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৪১

উদ্ধারকৃত কষ্টিপাথর, ছবি: সারাবাংলা

দিনাজপুর: জেলার নবাবগঞ্জ উপজেলায় জমি থেকে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের খোদাই করা একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এটির মূল্য প্রায় কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের আব্দুল আউয়াল নামের এক ব্যক্তির জমি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার কুশদহ ইউনিয়নের কচুয়া গ্রামের আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি কষ্টিপাথরের মূর্তি দেখতে পায় শ্রমিকরা। পরে পুলিশকে বিষয়টি অবগত করলে থানা পুলিশ সেখান থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি হয়। যার অনুমানিক মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছেন ওসি ফেরদৌস ওয়াহিদ।

সারাবাংলা/এনএস

কষ্টিপাথরের মূর্তি দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর