Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৫৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০২

প্রতীকী ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকচাপায় আফাজ উদ্দিন (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষ অবস্থায় আফাজ উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফাজ উদ্দিনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামে। বাবার নাম মজনু মিয়া। সোনারগাঁও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি।

তদন্ত কেন্দ্রেটির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আফজাল হোসেন জানান, গতকাল বুধবার রাতে সোনারগাঁও এশিয়ান হাইওয়েতে ডিউটি করছিলেন তারা। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক আফাজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে তার দুই পায়ের উপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পড়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি ঘটনার পর পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

ট্রাকচাপা নারায়ণগঞ্জ পুলিশ কনস্টেবল নিহত সোনারগাঁও

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর