Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:০২

ঢাকা: ভাষানটেক পুনর্বাসন প্রকল্প চালু করে বস্তিবাসীদেরকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সংগঠনের নেতারা জানান, ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদের দাবি না মানা হলে আগামী ২০ মার্চ ভাষানটেক প্রকল্পের খালি মাঠে বস্তিবাসী ও নিম্নবিত্তরা সমাবেশ করবে। আর ২৭ মার্চ ভূমি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে তারা। দাবি আদায়ের লক্ষ্যে ২০ ও ২৮ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে বলে ঘোষণাও দেওয়া হয় কর্মসূচি থেকে।

সংগঠনটির সভাপতি আবদুর রউফ আকন্দ বলেন, ভাষানটেক পুনর্বাসন প্রকল্প পুনরায় চালু করে ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষদের নামে অবিলম্বে বরাদ্দ দিতে হবে। প্রকল্পের নামে বরাদ্দ দেওয়া জায়গায় অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। এমনকি প্রতিষ্ঠান নির্মাণ করার অনুমতিও দেওয়া যাবে না।

সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল জাব্বার খান বলেন, এই প্রকল্পের পিডির (প্রকল্প পরিচালক) প্রত্যক্ষ প্রশ্রয় ও মদতে যেসব অন্যায় দুর্নীতি সংঘটিত হয়েছে, সেগুলো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে বিচারের দাবি জানানো হয়েছে। আমরা আশা করছি, সরকার এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

সিনিয়র সহ-সভাপতি মো. রতন খান বলেন, প্রকল্পের পিডিসহ মন্ত্রণালয়ের আমলাদের অযোগ্যতা, হেয়ালিপনা এবং কোন এক অজানা দুরভিসন্ধির কারণে ২৫ বছর ছিনিমিনি খেলার মাধ্যমে এখন প্রকল্পের কাজ করে রাখা হয়েছে।

এর আগে, গত ২৯ জানুয়ারি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ১৯৯৭ সালে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী আফছার উদ্দিন ভাষানটেক বস্তির কয়েক হাজার বস্তিবাসীকে উচ্ছেদ করেন। পরে বস্তিবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সালে ভাষানটেক পুনর্বাসন নামে একটি প্রকল্প নেয় সরকার।

তখন লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, নর্থ-সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট (এনএসপিডিএল) নামের একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের চুক্তি হয়। চুক্তির পর বস্তি উচ্ছেদ করে প্রকল্পের কাজ শুরু হয়। ১৫ হাজার ২৪টি ফ্ল্যাট বানানোর কথা থাকলেও মাত্র ২ হাজার ফ্ল্যাট বানানো হয়েছে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, চুক্তিপত্রের শর্তভঙ্গসহ নানা অভিযোগে ২০১০ সালের ১২ অক্টোবর এনএসপিডিএলের সঙ্গে চুক্তি বাতিল করে সরকার। পরে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেয় ভূমি মন্ত্রণালয়।

ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল বলেন, ভূমি মন্ত্রণালয় দায়িত্ব নেওয়ার ১২ বছর পার হলেও একটি ভবনও নির্মাণ করা হয়নি। বন্ধ হয়ে আছে ফ্ল্যাট নির্মাণের কাজ। আমাদেরকে ঠকানোর চেষ্টা করা হচ্ছে। যারা ফ্ল্যাট পেয়ে প্রকল্প এলাকায় বসবাস করছেন, তাদেরকে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অপমান করেন।

সারাবাংলা/টিএস/টিআর

ফ্ল্যাট বরাদ্দের দাবি ভাষানটেক পুনর্বাসন প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর