দাম বাড়ছে কেন— জানতে খাতুনগঞ্জে সুজন
১৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৬
চট্টগ্রাম ব্যুরো: দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকস্মিক অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চেয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। এসময় তিনি যৌক্তিক কারণ এবং কোনো ধরনের ঘোষণা ছাড়াই পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সুজন ভোগ্যপণ্যের এই পাইকারি বাজারে গিয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের জন্য স্কেল বসানো, বড় আমদানিকারকদের রাজধানীমুখী হয়ে পড়া, জলাবদ্ধতায় খাতুনগঞ্জের আড়তে মজুত ভোগ্যপণ্য নষ্ট হওয়া এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির বিষয় তুলে ধরেন।
জবাবে খোরশেদ আলম সুজন বলেন, ‘পণ্যমূল্য বাড়লে ব্যবসায়ীরা বারবার আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কথা বলেন। বাস্তবে বিশ্ববাজার থেকে আমদানি মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে দেশে পণ্য বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, আগে থেকে কোনো ঘোষণা নেই। ফলে বিপাকে পড়ছেন নিম্ন-মধ্য আয়ের লোকজন। আমরা দেখছি, অতি মুনাফালোভী চক্র সক্রিয় হয়ে উঠে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সামনে রমজান, অনুরোধ করছি- রমজানে দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।’
ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘মহাসড়কে ওজন নিয়ন্ত্রণের জন্য স্কেল বসানো চট্টগ্রামের ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি সুগভীর চক্রান্ত। সরকারের ঊর্ধ্বতন মহলকে ভুল বুঝিয়ে চট্টগ্রামবিদ্বেষী একটি স্বার্থান্বেষী মহল চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করার জন্য এ কাজ করেছে।’
রমজানের অত্যাবশ্যকীয় পণ্য ভোজ্যতেল, চিনি, ছোলা, চাল, ডাল ও পেঁয়াজ আমদানির ওপর সব ধরনের ট্যাক্স, ভ্যাট সাময়িকভাবে স্থগিত রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান খোরশেদ আলম সুজন।
ব্যবসায়ী আলমগীর পারভেজের সভাপতিত্বে এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, খাতুনগঞ্জ আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, মোরশেদ আলম, ব্যবসায়ী মো. বাদশা, পরিতোষ দে।
সারাবাংলা/আরডি/টিআর