‘বাঁচতে হলে রাস্তায় নামুন’
১৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৫
চট্টগ্রাম ব্যুরো: নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনগণকে যার যার অবস্থান থেকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সিনেমা প্যালেস প্রাঙ্গণে কেন্দ্রঘোষিত ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে জেলা সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এ আহ্বান জানিয়েছেন।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী বলেন, ‘দেশে কোনো কোনো পণ্যের দাম গত তিন মাসে একশ গুণ বেড়েছে। সব জিনিসের দাম বেড়েছে, শুধু বাড়েনি একটি জিনিসের দাম। মানুষের দাম বাড়েনি, বরং দিন দিন আরও কমছে। এর ফলে পাঁচ কোটি মানুষ আজ দরিদ্র হয়ে গেছে। তাদের জীবন আজ বিপর্যস্ত। এই মানুষগুলোকে বাঁচাতে হবে। গরীব-মেহনতি মানুষ, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাকের চালক, বাসচালক— এদের বাঁচাতে হবে। মানুষের অধিকারের পক্ষে, মানুষকে বাঁচানোর সংগ্রাম চলবে।’
সভাপতির বক্তব্যে জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের জান বাঁচানোর দাবিতে রাস্তায় দাঁড়িয়েছি। গলাবাজি করতে আসিনি, ভোট চাইতেও আসিনি। বাজারে ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো তরকারি নেই। মানুষের ঘরে অভাব। গরিব মানুষের বাঁচার উপায় নেই। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলে না। তারা শুধু চেনে ক্ষমতা, ক্ষমতা আর ক্ষমতা। ক্ষমতায় যাবে আর লুটপাট করবে। জিনিসপত্রের দাম বাড়লে তাদের কোনো ক্ষতি নেই, এমপি-মন্ত্রীদের কোনো ক্ষতি নেই, বড়লোকের কোনো সমস্যা নেই। সমস্যা শুধু গরীব-মধ্যবিত্ত মানুষের। তাদের বলব— আপনারা রাস্তায় নামুন, আওয়াজ তুলুন, না হলে এ দেশে বাঁচতে পারবেন না।’
জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘চাল-ডাল-তেলের দাম তো বেড়েছেই, শাকসবজির দামও বেড়েছে। রাষ্ট্রক্ষমতায় যারা আছে, তারা ২০০৮ সালের নির্বাচনের আগে ইশতেহারে ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলেছিল। অথচ বাজারে এখন গরীব মানুষের মোটা চালের দামও ৫০ টাকার নিচে নেই। এই বাণিজ্যমন্ত্রী একজন ব্যবসায়ী, তিনি গার্মেন্টস মালিকদের নেতা। সংসদে অধিকাংশই ব্যবসায়ী। তারা গরিব মানুষের কথা ভাবে না। পণ্যের দাম বাড়লে তাদের কোনো সমস্যা নেই। সাধারণ মানুষের প্রতি সিপিবি আহ্বান জানাচ্ছে— আপনারা যার যার অবস্থান থেকে রাস্তায় নামুন। বাঁচতে হলে রাস্তায় নেমে প্রতিবাদ করুন। আপনার বাঁচার ব্যবস্থা আপনাকেই করতে হবে।’
জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য উত্তম চৌধুরী, ফরিদুল ইসলাম ও দীলিপ নাথ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সারাবাংলা/আরডি/টিআর