Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজ থাকার পর পুকুরে উদ্ধার হলো দেড় মাস বয়সী শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৩

ঢাকা: বরিশালের গৌরনদীতে পুকুর থেকে দেড় মাস বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রুকাইয়া। সে উপজেলার কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন কন্যা।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন-অর রশিদ জানান, জন্মের পর থেকেই শিশুটিকে নিয়ে বাদুরতলা গ্রামে বাপের বাড়িতে থাকত তার মা। ওই গ্রামের মৃত আব্দুল হালিম আকন শিশুটির নানা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘর থেকে রহস্যজনকভাবে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক। আমরা তদন্ত কাজ শুরু করেছি। আশা করি অচিরেই মৃত্যুর প্রকৃত কারণ বের করতে সক্ষম হবো।’

সারাবাংলা/একে

নিখোঁজ পানিতে শিশুর মরদেহ শিশুর মরদেহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর