Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-যুবদল-ছাত্রদলের ১৮ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৯

ফাইল ছবি

ঢাকা: বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ১৮ জন নেতাকর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি হাবিবুল গণি এবং বিচারপতি এস.এম. মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তাকে সহায়তা করেন আইনজীবী নুরে আলম সিদ্দিকী (সোহাগ), আইনজীবী মোহাম্মদ রোকনুজামান (সুজা), আইনজীবী মো. আল আমিন, আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে আগামী ১৬ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর ঢাকা মহানগর দায়রা আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পাঁচটি ভিন্ন ভিন্ন আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন।’

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে নেতা বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ৩০ নেতাকর্মীকে আটক করে। এর পরদিন ৭ ফেব্রুয়ারি পল্টন মডেল থানায় পুলিশ বিএনপির ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

ওই মামলায় আজ ১৮ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন।

সারাবাংলা/কেআইএফ/একে

আগাম জামিন ছাত্রদল বিএনপি যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর