কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি, নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৭
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৭
কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার মরিচ্যা লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ।
ওসি বলেন, বুধবার সকালে ওই সিএনজি যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। সিএনজিটি মরিচ্যা লাল ব্রিজ এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দু’জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
ওসি আরও বলেন, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/টিআর