Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিন্টুপুত্র তাফসির আউয়ালের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৮

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান মাল্টিমোড লিমিটেডের স্বত্বাধিকারী আবদুল আউয়াল মিন্টুর দ্বিতীয় ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালের বর্তমান অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ তাফসির আউয়ালের পক্ষে ছিলেন আইনজীবী সাকিব মাহবুব। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী।

তাফসির আউয়াল গত বছরের ৫ মে আদালতের অনুমিত নিয়ে তিনমাসের জন্য বিদেশ যান। এখনও দেশে ফিরে না এসে সময় বাড়ানোর আবেদন করেন। তার আইনজীবী জানান সে বর্তমানে যুক্তরাজ্যে আছে। সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ সময় আদালত বলেন, ‘আগে সে (তাফসির আউয়াল) আদালতের আদেশ অনুযায়ী দেশে আসুক। পরে হাইকোর্ট তার বর্তমান অবস্থা হলফনামা আকারে আগামী ২৩ ফেব্রুয়ারি জানানোর নির্দেশ দিয়েছেন।’

গতবছর তাফসির আউয়ালের বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। ফরে ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তিনি।

এরপর একই বছরের ৫ মে তাফসির আউয়ালকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ তিন মাসের জন্য এই অনুমতি দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, এখনও দেশে ফিরে না এসে সময় বাড়ানোর আবেদন করেন তাফসির। তার আইনজীবী জানান তিনি বর্তমানে যুক্তরাজ্যে আছে। এরপর হাইকোর্ট তার বর্তমান অবস্থা হলফ আকারে আগামী ২৩ ফেব্রুয়ারি জানাতে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

তাফসির আউয়াল জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে। বর্তমানে তাফসির তাদের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মাল্টিমোড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

সারাবাংলা/কেআইএফ/একে

আবদুল আউয়াল মিন্টু টপ নিউজ তাফসির আউয়াল হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর