পুরোটাই তামাশা: মির্জা ফখরুল
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:২১
ঢাকা: সার্চ কমিটির কার্যক্রমকে পুরোপুরি ‘তামাশা’ হিসেবে উল্লেখ করে তাদের কাছে নির্বাচন কমিশনের নাম পাঠানোকে ‘অর্থহীন’ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তসমূহ জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সার্কাসটিভ! পুরোপুরিভাবে এটিতে (সার্চ কমিটি) তামাশা ছাড়া আর কিছু নেই। কারণ, এর একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা, বিভিন্নভাবে নিয়ে যাওয়া, একটা আইওয়াশ দেওয়া।’
তিনি বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার গুলোর নির্বাচনে এই সত্য প্রমাণ হয়েছে। বিএনপি তারই প্রেক্ষাপটে মনে করে এখন অনুসন্ধান কমিটিতে নাম প্রেরণ এবং নির্বাচন কমিশন গঠন একেবারেই অর্থহীন।বিএনপি বিশ্বাস করে ক্ষমতাকে কুক্ষিগত রাখার নীল নকশার অংশ হিসেবে পুনরায় নির্বাচন কমিশন গঠনে সরকারি তৎপরতা সেই চক্রান্তের অংশ।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এত এত পদ্ধতিতে এভাবে সার্চ কমিটি তৈরি করে সুশীল সমাজের মতামত নিয়ে ৩২২টা নাম নিয়ে এর মধ্য থেকে প্রস্তাব করছি। আমরা তো কিছু করিনি, যা করেছেন তো আপনারাই দিয়েছেন সমস্ত নাম। এভাবে একই পদ্ধতিতে গত দুই দুইটি নির্বাচনের মতো নির্বাচন কমিশন গঠন করা হবে এবং একই পদ্ধতিতে তারা নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করবে।’
স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপি মনে করে বর্তমান জনগণের ম্যান্ডেটবিহীন অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো অবস্থাতেই নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এই অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সকলের গ্রহণযোগ্য একটি অংশীদারিত্বমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠাই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।’
আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার ফোনালাপের তদন্ত দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও সরকারের শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপটির সত্যতা যেহেতু আইনমন্ত্রী স্বীকার করেছেন সেহেতু এই ফোনালাপের বিষয়বস্তগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং ফোনালাপের আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিরপেক্ষ তদন্ত, জনগণের কাছে সত্য তুলে ধরা এবং জবাবদিহিতা অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটি অবিলম্বে এই ফোনালাপ ফাঁস হওয়া বিষয়ে শুধু তদন্ত নয় ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছে এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের জন্য আহবান জানাচ্ছে। একই সঙ্গে অতীতে ফাঁস হওয়া ফোনালাপ সম্পর্কে নিরপেক্ষ তদন্তও দাবি করছে। দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষভাবে তদন্ত এবং কার্য্করী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ভূতের মুখে রাম নাম বলে একটা কথা আছে তো। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা হচ্ছে সেটাই। যারা গণতন্ত্রের কথা বিশ্বাসই করে না, যারা গণতন্ত্র কোনোদিন প্র্যাকটিস করে না, প্র্যাকটিস করার সুযোগ দেয় না, যখন ক্ষমতায় এসেছে সমস্ত অধিকার কেড়ে নিয়েছে তারা যখন এসমস্ত (গণতন্ত্র) কথা বলে তখন জনগণ কী বিশ্বাস করে না করে তা আমার চাইতে আপনারা বেশ ভালো জানেন।’
তিনি বলেন, ‘আপনারা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন- একজন শ্রমজীবী মানুষ থেকে শুরু করে যারা ব্যবসা বাণিজ্য করছেন, একজন অধ্যাপক, যারা দলের সাথে সম্পৃক্ত না- তারা সবাই বলবে যে, এখন এই সরকারের হাই-টাইম, তাদের চলে যাওয়া উচিত। দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা, সমস্ত প্রতিষ্ঠান তারা ধবংস করে দিচ্ছে। এই যে আপনারা সংলাপের কথা বলছেন। সংলাপও তো তাদের সঙ্গে আমরা করেছি। সেখানে চরম বিশ্বাসঘাতকতা করেছে। একবার না, দুইবার না, তিনবার না- প্রত্যেকবার।
মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ সালে যখন নির্বাচন করেছে তখন তারা বলেছে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমরা নির্বাচনটা করছি। তিন মাসের মধ্যেই আমরা আরেকটা নির্বাচনের জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করব- এটাই সত্য কথা। বাট টোটালি তারা সেটা একেবারে ইগনোর করে মানুষের সঙ্গে প্রতারণা করেছে।’
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেটের অপততপরতা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল, ডাল, তেলের মূল্য বৃদ্ধি এবং জ্বালানি তেল গ্যাস ও পানির মূল্য ধাপে ধাপে বৃদ্ধিতে স্বল্প বিত্ত, মধ্য বিত্ত, শ্রমজীবী মানুষের চরম ভোগান্তিতে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি স্থায়ী কমিটি। অবিলম্বে পানি, গ্যাস, তেলের মূল্য বৃদ্ধি বন্ধ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে হ্রাসের জন্য কার্য্করী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপির এই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম— জানান ফখরুল।
সারাবাংলা/এজেড/একে