ভালুকায় সড়ক দুর্ঘটনা নানি-নাতনি নিহত, আহত ৬ সেনা সদস্য
সারাবাংলা ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪০
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪০
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে দাঁড়ানো একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি উল্টে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে বৃদ্ধা নানি মর্তুজা বেগম তার তিন বছর বয়সী নাতনি জান্নাতকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জানা গেছে, পরে মহাসড়কে লাশ দেখে একটি বাস থামলে, পেছন থেকে সেনাবাহিনীর একটি গাড়ি সাইড নিয়ে চলে যাওয়ার সময় খাদে পড়ে উল্টে যায়। গাড়িতে থাকা সেনাবাহিনীর ৬ সদস্য আহত হন। আহত সেনা সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএম