Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খালের পাশ থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় খালের পাশ থেকে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের ভাণ্ডালজুড়ি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

মৃত ফৌজিয়া ফারিহা রাফি (২২) একই ইউনিয়নের মুন্সীপাড়ার এ টি এম আনসার উল্লাহর মেয়ে। রাফি বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান সারাবাংলাকে জানান, কর্ণফুলী নদী ও ভাণ্ডালজুড়ি খালের মোহনায় কাদার মধ্যে মরদেহটি আটকে ছিল। সকাল ৯টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ উদ্ধারের পর প্রথমে নাম-পরিচয় পায়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে তার পরিচয় পাওয়া যায়। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। নদীতে ঝাঁপ দিয়ে ফৌজিয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

সারাবাংলা/আরডি/টিআর

কলেজছাত্রীর মরদেহ ফৌজিয়া ফারিহা রাফি মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর