Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ শাহিনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২০) মারা গেছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, যাত্রাবাড়ির দগ্ধের ঘটনার ভোরে শাহিন নামের এক শ্রমিক মারা গেছে। শাহিনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ৫৪ শতাংশ দগ্ধ নিয়ে মাইনুদ্দিন, ২৫ শতাংশ দগ্ধ নিয়ে আক্তার হোসেন চিকিৎসাধীন। তাদের দুজনের অবস্থাও আশঙ্কজনক।

শাহিনের শ্বশুর মাহবুবুর রহমান জানান, তাদের বাড়ি পঞ্চগড় জেলায়। স্ত্রী মাহবুবা আক্তারকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন। ছয় মাস আগে বিয়ে করা শাহিন স্টিল মিলে ক্রেন ড্রাইভার হিসেবে চাকরি করতেন।

সারাবাংলা/এসএসআর/এএম

টপ নিউজ বার্ন ইউনিট যাত্রাবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর