Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো ইউক্রেনে হামলার আশঙ্কায় জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫১

জো বাইডেন, ফাইল ছবি

উত্তপ্ত ইউক্রেন পরিস্থিতি কিছুটা শান্ত বলেই ধরা হচ্ছে। ইউক্রেন সীমান্ত থেকে ইতোমধ্যেই সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে এতেও আশ্বস্ত নন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্লেষকদের উদ্ধৃত করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, রাশিয়ার সেনারা হুমকিপূর্ণ অবস্থানে রয়েছে। স্পষ্টত এখনো হামলা আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ সৈন্য প্রত্যাহার নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, রাশিয়া কিছু সৈন্য প্রত্যাহার শুরু করেছে—যদিও যুক্তরাষ্ট্র এই তথ্য যাচাই করেনি। ইউক্রেনের তিন সীমান্তে রাশিয়া দেড় লাখের বেশি সৈন্য রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিছু সামরিক ইউনিট ইউক্রেন সীমান্ত থেকে তাদের অবস্থান ত্যাগ করছে। এটা ভালো হবে, কিন্তু আমরা এখনো এই তথ্য যাচাই করিনি।’

এদিকে গার্ডিয়ানের খবরে বলা হয়, সীমান্ত থেকে রাশিয়া কতজন সেনা সরিয়ে নেবে, তা জানানো হয়নি।

প্রসঙ্গত, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে।

তবে রাশিয়া বরাবরই বলে আসছে, সামরিক হামলা চালানোর কোনো উদ্দেশ্য নেই। যদিও ইউক্রেন সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধের সব রকমের প্রস্তুতি নিয়ে অবস্থান করছে রুশ সামরিক বাহিনী। এছাড়া চলতি সপ্তাহে ভূমধ্যসাগর ও প্রতিবেশী বেলারুশে সামরিক শক্তি বাড়িয়েছে মস্কো—যা ইউক্রেনে হামলার চূড়ান্ত প্রস্তুতি বলে মনে করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

ইউক্রেন জো বাইডেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর