Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ২ নারী বীর মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ০০:০৭

বগুড়া: বগুড়ায় দুই নারী বীর মুক্তিযোদ্ধা জরিনা বিবি ও ডালিয়া হোসেনকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে। এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনির তুলে দেওয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এ সম্মাননা দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষে এ সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

বিজ্ঞাপন

ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর জেলা পর্যায়ে সব জেলা প্রশাসক ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত ছিলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে গঠিত সমন্বয় উপকমিটির দ্বিতীয় সভায় নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দায়িত্ব দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে।

পরে তাদের চাহিদা অনুযায়ী ২০৬ জন নারী বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মিলিয়ে মোট ৬৫৪ জনের তালিকা চূড়ান্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ওই তালিকার আলোকে মঙ্গলবার তাদের সম্মাননা জানানো হয়।

ভার্চুয়াল বগুড়া থেকে জেলা প্রশাসক মো. জিয়াউল হকের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নিলুফা ইয়াছমিন, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

নারী বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মাননা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর