ডিজেএফবি’র কার্যালয় উদ্বোধন
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:১১ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২৭
ঢাকা: পরিকল্পনা কমিশন, ইআরডি ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরের ১৮ নম্বর ব্লকের ৩৮ নম্বর রুমটি কার্যালয় হিসেবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা সবাই মিলে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই কার্যক্রমে ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালন করেন গণমাধ্যমকর্মীরা।
এসময় ডিজেএফবির বর্তমান সভাপতি হুমায়ন কবীর, নবনির্বাচিত সভাপতি হামিদ-উজ-জামান, সহসভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পদক শহীদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল সাদিক, বর্তমান অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম ও নবনির্বাচিত অর্থ সম্পাদক সাইদ রিপন, নবনির্বাচিত প্রচার সম্পাদক হাসিবুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেজে/টিআর
ডিজেএফবি ডিজেএফবি কার্যালয় উদ্বোধন ডেভেলপমেন্ট জার্নালিস্টস ফোরাম