Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে স্টিল মিলে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় একটি স্টিল মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ তিন শ্রমিককে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— আকতার হোসেন (৫০), মো. শাহিন (২৫) ও মাইনুদ্দিন (২২)।

বিজ্ঞাপন

দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা মো. রায়হান জানান, তারা যাত্রাবাড়ী কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে কাজ করেন। রাতে তারা তিন জন কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এসময় ভাট্টিতে থাকা গলিত লোহা তাদের তিন জনের শরীরে পড়লে তারা দগ্ধ হন।

রায়হান আরও জানান, শাহিন ডেমড়া কোনাপাড়া এলাকায় থাকেন। অন্যদিকে আকতার নারায়ণগঞ্জের মদনপুরে ও মাইনুদ্দিন রূপগঞ্জের ছোনপাড়া এলাকায় থাকেন।

ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ তিন জনের শরীরের অনেকটাই দগ্ধ হয়েছে। তিন জনের শরীরেই দগ্ধ হওয়ার পরিমাণ ৫০ শতাংশের বেশি। তাদের তিন জনের অবস্থাই আশঙ্কাজনক।

সারাবাংলা/এসএসআর/টিআর

ভাট্টি বিস্ফোরণ শাহরিয়ার স্টিল মিল শ্রমিক দগ্ধ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর