Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহিনুদ্দিন হত্যা: সাবেক এমপি আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৯

এম এ আউয়াল। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীতে ৬ বছরের ছেলের সামনে বাবা ব্যবসায়ী সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রউফ চার্জশিট দাখিলের বিষয়টি জানান। আগামী ১৭ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী তারিখ ধার্য রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন এ চার্জশিট জমা দেন।

আরও পুড়ন: পল্লবীতে হত্যা মামলায় সাবেক এমপি আউয়ালসহ ২ জন কারাগারে

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- সুমন ব্যাপারী, মোহাম্মদ তাহের, মো. গোলাম কিবরিয়া খান, মোহাম্মদ মুরাদ, টিটু শেখ ওরফে টিটু, মোহাম্মদ রকি তালুকদার, নূর মোহাম্মদ হাসান, মোহাম্মদ শরীফ, ইকবাল হোসেন, মো. তরিকুল ইসলাম ইমন, তুহিন মিয়া, মো. হারুনুর রশিদ, মো. শফিকুল ইসলাম শফিক ও ইব্রাহিম সুমন।

আওয়ালসহ ১৩ আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। এদের মধ্যে শফিক ও ইব্রাহিম পলাতক।

হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ১৩ জনকে অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এছাড়া আরও ২ অভিযুক্ত মনির ও মানিক আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

সাবেক এমপি আউয়াল সাহিনুদ্দিন হত্যা