৭ নারী বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা
১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৯ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৫
নড়াইল: জেলায় সাতজন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা-২০২২ প্রদান করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ঢাকার ওসমানী মিলনায়তন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত থেকে এই সম্মাননা প্রদান করেন।
নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
সাত নারী বীর মুক্তিযোদ্ধার মধ্যে অর্পনা রানী বিশ্বাস, অর্পনা চৌধুরী, মঞ্জু রানী বিশ্বাস, তরুলতা বিশ্বাস, আফিয়া বেগম, নিগার সুলতানাকে নড়াইল থেকে এবং ১ জনকে সালমা বেগম (পূর্নিমা) ঢাকা থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় নড়াইলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মৌসুমি রানী মজুমদার ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস