Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৭

প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ ও অপূর্ব নিখিল নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাইমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ (২৫) কুমিল্লার দেবীদ্বার থানার বাছির হোসেন মোল্লার ছেলে এবং অপূর্ব নিখিল (২৯) ময়মনসিংহের হালুয়াঘাট লাবুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’জন মোটরসাইকেল করে গাজীপুর চৌরাস্তা থেকে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বাইমাইল এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

গাজীপুরের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা করা হয়েছে। সেগুলো শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিআর

মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর