Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ: বন্দর কর্মকর্তার স্ত্রীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৪৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: জ্ঞাত আয় ছাড়া অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক এক কর্মকর্তার স্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় দিয়েছেন।

দণ্ডিত কোহিনূর বেগম চট্টগ্রাম বন্দরের সাবেক মাস্টার অপারেটর জসিম উদ্দিন ভূঁইয়ার স্ত্রী। তিনি নগরীর আগ্রাবাদের ইস্টার্ন ভিউ নামে একটি আবাসিক হোটেলের অন্যতম মালিক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক সারাবাংলাকে জানিয়েছেন, ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ২৭ (১) ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা যুগপৎভাবে চলবে।

এছাড়া অবৈধভাবে অর্জিত ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, ২০০৯ সালের ২২ মার্চ সম্পদ বিবরণী দাখিলের জন্য কোহিনুর বেগমকে নোটিশ দেয় দুদক। সম্পদ বিবরণীতে তিনি ইস্টার্ন ভিউ আবাসিক হোটেল নির্মাণে ৩২ লাখ ২০ হাজা টাকা ব্যয় উল্লেখ করেন। কিন্তু দুদক অনুসন্ধানের ভিত্তিতে এর ব্যয় নির্ধারণ করে ৫২ লাখ ৮৩ হাজার ২২৪ টাকা।

অবশিষ্ট ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকা অবৈধভাবে অর্জিত সম্পদ উল্লেখ করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বাদী হয়ে ২০০৯ সালের ৬ আগস্ট নগরীর ডবলমুরিং থানায় কোহিনুর বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরের ১০ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ প্রমাণে দুদক নয়জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে।

বিজ্ঞাপন

দণ্ডিত কোহিনুর বেগমকে সাজা পরোয়ানামূলে আদালত থেকে কারগারে পাঠানো হয়েছে বলে জানান দুদকের পিপি মাহমুদুল হক।

সারাবাংলা/আরডি/এনএস

অবৈধ সম্পদ চট্টগ্রাম বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর