Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৩

ঢাকা: বনানীর কাভাজো লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিএম লাইসেন্স ছাড়া ও মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করায় উৎপাদন, মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানীর কাভাজো লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি সিএম লাইসেন্স না নিয়ে পণ্য বিক্রি করছিল। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

ভ্রামমাণ আদালতটি পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের কর্মকর্তা সিকান্দার মাহমুদ।

সারাবাংলা/ইএইচটি/টিআর

কাভাজো লিমিটেড বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর