Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনন্দের সঙ্গে জানাচ্ছি অনাকাঙ্ক্ষিত পরিবেশ কেটে গেছে: ভিসি ফরিদ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৯

শাবিপ্রবি: উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩১তম বসন্ত উদযাপন করা হয়েছে। উৎসবে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিগত কিছুদিন আমাদের বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেটা কেটে গেছে। এই পরিবেশ কাটিয়ে উঠতে সরকার, সিলেটের মানুষ, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে কাজ করেছেন। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবস সূচনা করা হয়। সেখানেই এসব কথা বলেন উপচার্য।

ভিসি ফরিদ বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, রোববার আমাদের বিশ্ববিদ্যালয় ৩১ বছর পার করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের হলসমূহ আজ থেকে খুলে দেওয়া হয়েছে, আগামীকাল থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। সব ঠিকানা থাকলে আগামী ২২ তারিখ থেকে সশরীরে ক্লাস শুরু হবে। আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতা করায়।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা এই বছরেই আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য চারটি বাস নিয়ে আসবো, দুই-এক বছরের মধ্যে শতভাগ শিক্ষার্থীর হলে থাকতে পারবে। আমি আহ্বান জানাব শিক্ষার্থীরা আবারও তাদের আগের মতো ক্লাস-পড়াশোনায় মনোযোগ দিবে।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শুদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর আনন্দ শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। পরে সময়ে বেলুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে ৩১তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেন উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির নেতা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, রেজিস্ট্রার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

অনাকাঙ্ক্ষিত পরিবেশ টপ নিউজ ভিসি ফরিদ শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর