২৪ ঘণ্টায় মৃত্যুর পাশাপাশি কমেছে সংক্রমণ ও শনাক্তের হার
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৭
ঢাকা: ধারাবাহিকভাবে দেশের করোনাভাইরাস পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ মৃত্যু, সংক্রমণ ও শনাক্তের আগের দিনের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে মারা যায় ২৮ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ১৯।
এদিকে, আগের দিনের ৪ হাজার ৮৩৮ জনের শরীরে নতুন সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৪ হাজার ৬৯২ জন। অন্যদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ১৩ দশমিক ৫৩ শতাংশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৪টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৫৯টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৮৯টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৭৮৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৭২ হাজার ৩৫৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪২ লাখ ৫৭ হাজার ৪২৮টি।
সংক্রমণ ও শনাক্তের হার কমেছে
আগের দিন দেশে ৪ হাজার ৮৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৪ হাজার ৬৯২। এ নিয়ে দেশে ১৯ লাখ ১৪ হাজার ২৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতেও সংক্রমণ শনাক্তের হার কমেছে। আগের দিন এই হার ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার কমে হয়েছে ১৩ দশমিক ৫৩ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৩ হাজার ৮৫৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক শূন্য ৩৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে
আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ২৮ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণ নিয়ে মারা গেছেন ১৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ৮৩৮ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত এই ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ, বাকি সাত জন নারী। এর মধ্যে ১৫ জন সরকারি ও চার জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
রাজশাহী ছাড়া সব বিভাগেই মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বাদে দেশের সাত বিভাগেই করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০ জন মারা গেছেন ঢাকায়, তির জন চট্টগ্রামে। এছাড়া খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে এক জন করে মারা গেছেন। আর দুই জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যারা করোনার সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ সাত জনের বয়স ৭১ থেকে ৮০ বছর, দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ জনের বয়স ৬১ থেকে ৭০ বছর। তৃতীয় সর্বোচ্চ চার জন মারা গেছেন ৮১ থেকে ৯০ বছর বয়সী। এছাড়া ২১ থেকে ৩০, ৫১ থেকে ৬০ এবং ৯১ থেকে ১০০ বয়সীদের মধ্যে এক জন করে করোনা সংক্রমণ মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।
সারাবাংলা/পিটিএম