মঙ্গলবার বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৬
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৬
ঢাকা: অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।
বাংলা একাডেমির জনসংযোগ শাখার উপ-পরিচালক মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ প্রদান করা হবে।
সারাবাংলা/একে